নিউজ ডেস্ক - হুগলি জেলার সিঙ্গুরের ন’পাড়ায় দিল্লি রোডের ধারে একটি অনলাইন বাণিজ্যিক সংস্থার গোডাউনে ডাকাতি করতে এসে ধরা পড়ল একজন। হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানান, ধৃত ওই ডাকাতের বাড়ি বিহারে। তবে , একজন ধরা পড়লেও বাকিদের খোঁজ চলছে।স্থানীয় ও পুলিশ সূত্রে খবরে জানা যাচ্ছে, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ পাঁচ জন ডাকাত অস্ত্র নিয়ে দিল্লি রোডের ধারে ওই গোডাউনে যায়। সেই সময় কয়েকজন কর্মীও ছিলেন সেখানে। ডাকাতদল তাঁদের সামনে অস্ত্র দেখালেও কর্মীরা ভয় না পেয়ে প্রতিরোধের চেষ্টা করেন।
আর সেইসময়ে এক কর্মী বুদ্ধি করে গোডাউনে থাকা বিপদঘণ্টা বাজিয়ে দেন। সাইরেন শুনে ন’পাড়া এলাকার লোকজন ছুটে আসেন। এরপর খবর পেয়ে পুলিশ আসে। কিন্তু ততক্ষণে বাকিরা পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে পুলিশ।ধৃতকে সিঙ্গুর থানায় নিয়ে যাওয়া হয় এবং তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছেন যে, অভিযুক্তরা চারচাকা করে এসেছিল। বাকি ডাকাতদের খোঁজ চলছে।