নিউজ ডেস্ক - হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার সাপুই পাড়ার রবীন্দ্রপল্লিতে স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন স্বামী। জানা যাচ্ছে, প্রথমে স্ত্রীর গলায় ছুরির কোপ মারেন এরপর তিনি বাড়িতে থাকা অ্যাসিড খেয়ে নেন। ঘটনার পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে বেলুড় হাসপাতালে ভর্তি করেন। এখন সেখানেই চিকিৎসাধীন ওই যুবক। আর তাঁর স্ত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর থেকে জানা যাচ্ছে, ওই এলাকার বাসিন্দা শম্ভু সরকারের সঙ্গে বছর কয়েক আগে বিয়ে হয় সমিরানীর। কিন্তু নানা কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত। তাই পুলিশের প্রাথমিক অনুমান যে, তার জেরেই সমিরানীকে খুন করেছেন শম্ভু। তার পর নিজেকেও শেষ করে দেওয়ার চেষ্টা করেন। প্রতিবেশীরা জানান, সোমবার সকালে শম্ভু এবং সমিরানীর মধ্যে ঝামেলা বেড়ে যায়। আর সে সময়ই ছুরি দিয়ে স্ত্রীর গলায় কোপ বসিয়ে দেন শম্ভু। রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তার পরই শম্ভু অ্যাসিড খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। প্রতিবেশীরাই পুলিশকে খবর দিলে পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়ে শম্ভুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আত্মঘাতী ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক।