Breaking: অশোকনগর থেকে উদ্ধার তিনটি ঝুলন্ত মৃতদেহ, সঙ্গে ছিল আট বছরের কন্যা শিশু

 

নিউজ ডেস্ক - শুক্রবার অশোকনগরের গুমা নবপল্লী এলাকায় মা-বাবার সাথেই উদ্ধার হল আট বছরের কন্যা সন্তানের ঝুলন্ত দেহ। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, গুমা নবপল্লী এলাকায় আট বছরের কন্যা সন্তান মিষ্টি রায় ও স্ত্রী পিউ রায়কে নিয়ে প্রায় পাঁচ বছর ধরে ভাড়া থাকতেন দীপক রায় । এইদিন একই ঘর থেকে উদ্ধার হয় তিনজনের ঝুলন্ত দেহ।  এলাকার লোকজনেরা জানাচ্ছেন ,একটি ফ্লাই কারখানা কাজ করতেন দীপক। সব ঠিকঠাকই ছিল। কোনও ঝামেলা ছিল না। কিন্তু  তারপরেও কীভাবে এমনটা ঘটল তা সবার পক্ষে বোঝা কঠিন। 

জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতেও প্রতিবেশী এক ভাড়াটিয়াকে পাঁচটা নাগাদ ডেকে দিতে বলেছিলেন পিউ রায়। তিনি পরেরদিন ভোর পাঁচটার সময় ডেকেও ছিলেন। কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। আবার পাঁচটা নাগাদ ঘরের ভিতরেও বারবার ফোনের অ্যালার্ম বাজার শব্দও শোনা গিয়েছিল। কিন্তু,কেউ ওঠেনি। এরপর বেলা  ১২টার সময়ে ফের ডাকাডাকি করেন প্রতিবেশীরা। কিন্তু, কেউ সাড়া না দেওয়ায় সন্দেহ বাড়ে।এরপর খবর পেয়ে বাড়ির মালিক এসে প্রতিবেশীদের নিয়ে ভেঙে ফেলেন ঘরের দরজা। আর, ভিতরে ঢুকতেই দেখা যায় ঘরের মধ্যে ঝুলছে তিনটি দেহ। এসডিপিও হাবরা প্রসেনজিৎ দাস ও অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনায় শোকস্তব্ধ নবপল্লী এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন