নিউজ ডেস্ক - সিভিক ভলান্টিয়ারদের জন্য এল সুখবর। নব্বানের দ্বারা প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী বৃদ্ধি পেল তাদের পুজোর বোনাস। নবান্নের নির্দেশিকা অনুযায়ী পুজোর বোনাস ৫ হাজার ৩০০ টাকা থেকে বৃদ্ধি করে করা হচ্ছে ৬ হাজার টাকা।গত বারের প্রথম নির্দেশিকা অনুযায়ী কলকাতার সিভিক ভলান্টিয়ারদের বোনাস ৫ হাজার ৩০০ টাকা থাকলেও জেলার সিভিক ভলান্টিয়ারদের জন্য ২ হাজার টাকা ছিল। ফলে তা নিয়ে ' পক্ষপাতদুষ্ট' এর অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, কলকাতার সিভিক ভলান্টিয়ারেরা ৫ হাজার ৩০০ টাকা পান তাতে কোনও অসুবিধা নেই। কিন্তু জেলার সিভিক ভলান্টিয়ারেরা কেন সেই একই বোনাস থেকে বঞ্চিত হবে, কেন তাঁদের কম অর্থ দেওয়া হবে। শুভেন্দুর অভিযোগ যে, জেলার প্রতি বিমাতৃসুলভ মনোভাব দেখাচ্ছে রাজ্য সরকার।
তার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে জানিয়েছিলেন যে, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের মতোই রাজ্যের অন্য জেলায় কর্মরত সিভিক ভলান্টিয়াররাও সমান অঙ্কের পুজোর বোনাস পাবেন। মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘কিছু রাজনৈতিক দল এবং নেতা অসৎ উদ্দেশ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে।আমি আশ্বাস দিচ্ছি, পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়াররাও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মতো ৫,৩০০ টাকা পুজোর বোনাস পাবেন।’’ চলতি বছরের শুরুতে একটি বর্ধিত অঙ্ক দিয়েছিল রাজ্য সরকার।আর এইবার প্রথম নির্দেশিকাতেই সবার জন্য সমান টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে নবান্ন। অর্থাৎ, ১৩ শতাংশ বোনাস বৃদ্ধি পেল সিভিক ভলান্টিয়ারদের।