জানা যাচ্ছে, মঙ্গলবার রাত ৮.৩০ নাগাদ কোতুলপুর থানার গোগড়া এলাকা থেকে নিজস্ব ইলেকট্রিক স্কুটি করে কোপা গ্রামে ফিরছিলেন বাবলু পণ্ডিত। সেই সময়ে গোগড়া গ্যাস গোডাউনের কাছাকাছি ফাঁকা রাস্তায় ওই ৩ দুস্কৃতী তাঁর পথ আটকায়। মারধর করে প্রথমে স্কুটি ছিনিয়ে নিয়ে তাঁর দামি মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করে। কিন্তু, তৎক্ষণাৎ চিৎকার শুরু করে দেন ওই ব্যক্তি।তাঁর চিৎকার শুনেই ঘটনাস্থলে এলাকার কয়েকজন যুবক এসে চোরদের ধাওয়া করা শুরু করে।এরপর তিন দুষ্কৃতীর মধ্যে দু’জন ধরে ফেলে। কোতুলপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁদের ২ জনকে গ্রেফতার করে। এরপর ধৃত ২ জনকে জিজ্ঞাসাবাদ করে খোঁজ মোবাইল টাওয়ার লোকেশান ট্র্যাক করে তৃতীয় দুস্কৃতিকেও গ্রেফতার করে পুলিশ। পরে ধৃত ৩ দুস্কৃতিকেই বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
Tags
Crime