নিউজ ডেস্ক - শ্রাবণ মাসের শেষ সোমবার , বিভিন্ন স্থান থেকে আসছে দুর্ঘটনার খবর ।এইবারের দুঘর্টনায় খবর জানা গেছে বিহার থেকে। বিহারের জেহানাবাদে অত্যন্ত জাগ্রত সিদ্ধেশ্বরনাথের মন্দিরে শিবের মাথায় জল ঢালতে এসে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৫ জন মহিলাসহ কমপক্ষে ৯জনের। এরসাথে আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন।
পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে , রাত ১টার সময়ে মন্দিরে শিবের জলাভিষেক শুরু হয়। ভক্তরা তাড়াহুড়ো শুরু করে জল ঢালার জন্য। ফলে প্রচণ্ড ভিড়ের চাপেই ধাক্কাধাক্কি শুরু হয়। এরপর মাটিতে পড়ে যান কয়েকজন পূণ্যার্থী। ভিড়ের চাপে পদপিষ্ট হয় তাদের।
Tags
accident