নিউজ ডেস্ক - শুক্রবার রাত ১০.৩০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো ৬ই ৫৭৩ বিমান উড়ে যাওয়ার পর সমস্যা দেখা দিল ইঞ্জিনে। জরুরি অবতরণ করা হল কলকাতা বিমানবন্দরে,ফলে বড়সর দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ১৫০ জনের বেশি যাত্রী। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে, ওই বিমানটি ১৬৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে গতকাল রাতে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা। কিন্তু, কলকাতা বিমানবন্দর ছেড়ে আকাশ ওঠার পরই বিমানের পাইলট লক্ষ্য করেন যে বিমানের ডানদিকে ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না।আর সমস্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত যোগাযোগ করেন কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আগেই তিনি জরুরি ভিত্তিতে অবতরণের জন্য অনুমতি চান। আর সেই মুহূর্তে ট্র্যাফিক কন্ট্রোল অনুমতি দিয়ে দেন ।
গ্রিন সিগন্যাল পাওয়ার পরই জরুরি ভিত্তিতে বিমানবন্দরে তৈরি রানওয়েতে সুরক্ষিতভাবেই বিমানটিকে নামান পাইলট। দ্রুত যাত্রীদের বিমান থেকে বের করানো হয়।সাথে সেখানে উপস্থিত হন বিমান বন্দরের ইঞ্জিনয়ররা। শুরু হয় বিমান মেরামতির কাজ। বিমানে যাতে আগুন না লাগে তাঁর জন্য আগে থেকেই উপস্থিত ছিল দমকল।