নিউজ ডেস্ক - পড়াশোনায় মন ছিল না তাই মোবাইল কেড়ে নিয়েছিলেন বাবা-মা। ফলে অভিমানে বুধবার রাতে নয়ডার ১৬ বছর বয়সী অভিষেক নামে এক কিশোর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ সূত্রের খবর, পড়াশোনায় মন না থাকায় তার মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন বাবা-মা।এরপর তাদের সাথে ওই কিশোরের ঝামেলা হয়। এবং তাকে বকাঝকা করা হয়েছিল বাড়িতে। আর তার পরেই সে এমন ঘটনা ঘটায়।
পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই কিশোর মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছিল। সারা দিন শুধু ফোন ঘাঁটত এবং গেমও খেলত।ফলে স্বাভাবিক ভাবে পড়াশোনায় মন দিতে পারত না।যার জেরে স্কুলেও তাকে শাস্তি পেতে হত। আর তাই নিয়ে প্রায় বাড়িতে অশান্তি হত । ওইদিন মোবাইল ঘাঁটা নিয়ে কিশোরকে বকাঝকা করে, তার পর তার কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়।আর রাতে ঘরের দরজা বন্ধ করে দেয় কিশোর। অনেক ডাকাডাকির পরেও দরজা খোলে না।