নিউজ ডেস্ক - বাঁকুড়ার ইন্দপুরের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির ভেঙে পড়ল অফিসের ফলস সিলিং।যেই পঞ্চায়েত সমিতি গৃহহীনদের মাথার উপর ছাদ তুলে দেওয়ার দায়িত্বে ছিলেন সেই পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের অফিসই এখন ছাদহীন। ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা। তবে গাছের তলায় বসেই সভাপতি-সহ কর্মাধ্যক্ষরা পরিষেবা দিচ্ছেন। জানা যাচ্ছে , অফিস খোলার সময় হঠাৎ ভেঙে পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারের ফলস সিলিং। আর সেই সময় সভাপতি ও কর্মাধ্যক্ষরা ভেতরে না থাকায় প্রাণে বাঁচেন । কিন্তু ভেঙে পড়া সেই অফিসে বসে আর কাজ করার সাহস হয়নি সভাপতি-সহ কর্মাধ্যক্ষদের। তাই গাছের তলায় চেয়ার টেবিল পেতে বসে সাধারণ মানুষকে পরিষেবা দিতে হয় পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ অন্যান্য কর্মাধ্যক্ষদের।
এই ঘটনার জন্য পঞ্চায়েত সমিতির লোকজন অভিযোগ করছেন স্থানীয় বিডিওর বিরুদ্ধে। তাঁদের দাবি, অফিসের অবস্থার কথা বারবার বিডিওকে জানানো হলেও তিনি কোনো সংস্কারের ব্যবস্থা করেননি। তাই যতদিন না সংস্কার হচ্ছে ততদিন এভাবেই গাছের তলায় বসে পরিসেষা দেবেন বলে জানাচ্ছেন তাঁরা। এই ঘটনায় একই ভবনে উপস্থিত বিডিও অবশ্য জানিয়েছেন গোটা ভবনটিই বেশ পুরানো ফলে সংস্কারের প্রয়োজন। কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতির অফিসের অবস্থা যে এতটা খারাপ ছিল তা তাঁর জানা ছিল না। তাই দ্রুত ওই অফিসে সংস্কারের কাজ করা হবে বলে জানাচ্ছেন তিনি।