নিউজ ডেস্ক - আরজি কর কাণ্ডের প্রতিবাদে জোট বেঁধে ছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল । আর এইবারে তার সাথে সাথে একই দাবিতে যোগদান করলেন মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। এর আগে ইতিহাসে কখনও দেখা যায়নি। সেদিন থেকে এক বিরল ঐতিহাসিক দিনের সাক্ষী থাকল ভারতীয় ফুটবলমহল। এফসির ডুরান্ড সেমিফাইনালের মোহনবাগান বনাম বেঙ্গালুরুর খেলার সময়ে আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে গ্যালারিতে পোস্টার দেখা যায় । আর সেখানেও তিন প্রধানের সমর্থকদের দাবি একই ছিল।
আর ফের ডার্বি বাতিলের ১১ দিনের মধ্যে ডুরান্ড ফাইনালের আগে ফের কলকাতায় আরজি করের কাণ্ডের প্রতিবাদে মিছিলে নামলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলে কলকাতার ফুটবলপ্রেমীদের সাথে সাথে যোগ দেন বিভিন্ন জেলা থেকে আসা তিন প্রধান দলের সমর্থকরা।
মিছিলে কোনো সমর্থকদের পরনে ছিল মোহনবাগানের জার্সি, আবার কারোর পরণেছিল ইস্টবেঙ্গলের রংয়ে লাল-হলুদ পোশাক। সাথে ছিল মহামেডান স্পোর্টিংয়ের সাদা-কালো জার্সির । তিন ক্লাবের পতাকা সাথে মিছিলে পা মোলানো ফুটবলপ্রেমীদের হাতে ছিল জাতীয় পতাকা। স্লোগান ছিল একটাই, ‘উই ওয়ান্ট জাস্টিস।’