নিউজ ডেস্ক - বুধবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁও রেল স্টেশনে এক মহিলাকে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের এক কর্মী । আর সেই বাঁচানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, সিগন্যাল সবুজ হয়ে থাকার সত্ত্বেও, এক মহিলা একটি ভারী ব্যাগ নিয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে একদিকের প্ল্যাটফর্ম থেকে অন্যদিকের প্লাটফর্মে যাচ্ছিলেন। ওই মহিলা সঙ্গে থাকা ব্যাগটিকে স্টেশনে ছুড়ে দিলেও নিজে ওঠার চেষ্টা করে উঠতে পারেন না।
আর ঠিক সেইসময়ই প্ল্যাটফর্মে ট্রেনটি চলে আসে। সেইখানে উপস্থিত এক আরপিএফ কর্মী দেখতে পেয়েই ছুটে এসে হাত বাড়িয়ে ওই মহিলাকে টেনে তোলার চেষ্টাও করেন। কিন্তু ততক্ষণে ট্রেন এসে ধাক্কা মারে মহিলাকে। ফলে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে আটকে পড়েন ওই মহিলা। ওই অবস্থাতেই বেশ কিছুটা ট্রেনটি টেনে হিঁচড়ে নিয়ে যায় ।চাঙ্গো পাটিল নামে ওই আরপিএফ কর্মী দৌঁড়ে এসে আবার ওই মহিলাকে টেনে তোলেন। তারপর বাকি পুলিশকর্মী ও যাত্রীরাও ছুটে আসেন এবং ওই মহিলাকে উদ্ধার করেন। আপাতত আহত ওই মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।