নিউজ ডেস্ক - বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানে আউশগ্রাম থানার পুবার গ্রামের লোহার মইয়ে উঠে ঘরের পর্দা ঠিক করার সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় চায়না মিদ্দা ও শিবানী মিদ্দা নামে দুইজনের। সেখানকার স্থানীয় বাসিন্দা হাসানুর মোল্লা জানালেন যে , আগামী বছর শিবানীর মাধ্যমিক দেওয়ার কথা ছিল।
এই দিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুল থেকে বাড়ি ফিরে মায়ের সঙ্গে ঘর পরিষ্কার করতে সাহায্য করে সে। তাঁর মা লোহার মইয়ে উঠে কাজ করছিল।কিন্তু হঠাৎ দেখে স্থির হয়ে রয়েছেন আর কিছু বলছেন না। যা দেখে মেয়ের সন্দেহ হয়ে এবং মইয়ে হাত দিতেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিবানীও।এরপর মা মেয়ে দু’জনেরই মৃত্যু হয়। জানা যাচ্ছে, চায়না মিদ্দার স্বামী মারা গেছেন বছর দুয়েক আগে এবং ছেলে বাইরে থাকে ।
Tags
accident