নিউজ ডেস্ক - আরজিকর কাণ্ডের প্রতিবাদ বেড়েই চলেছে রাজ্যে। আর এবারে গতকালে প্রতিবাদ মিছিলে স্কুল পড়ুয়াদের দেখা যাওয়ার পরই শিক্ষা দফতরের তরফ থেকে নোটিশ জারি হল হাওড়ার ৩ হাই স্কুলের বিরুদ্ধে। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে মিছিল করার জন্য হাওড়ার বলুহাটি হাইস্কুল ও বলুহাটি গার্লস হাইস্কুলকে এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়কে নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের শো কজের উত্তর দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে নোটিসে। স্কুল চলাকালীন পড়ুয়া ও শিক্ষকদের নিয়ে মিছিল ঘিরে বিতর্ক। যার জেরে শিশু অধিকার লঙ্ঘিত হয়েছে বলে উল্লেখ নোটিসে। যদিও পঠনপাঠনের শেষে ছুটির পর এই মিছিল হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।
জানা যাচ্ছে, শুক্রবার বিকালে হাওড়ার বলুহাটি হাই স্কুল, বলুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাটরার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এই তিনটি স্কুল থেকে আরজি কর কাণ্ডে বিচারের দাবি তে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। যা জেলা স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের নজরে আসার পর ডিসট্রিক্ট ইন্সপেক্টর ওই তিনটি হাই স্কুলের প্রধানকে কারণ দর্শানোর চিঠি পাঠান এবং চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ওই চিঠিতে সরাসরি অভিযোগ করা হয় স্কুল চলাকালীন মিছিল আয়োজন করার ফলে শিশুদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। যদিও বলুহাটি হাই স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন সাহার দাবি স্কুল ছুটির পর মিছিল বের করা হয়েছে।
Tags:
HOWRAH