নিউজ ডেস্ক - বাঁকুড়ার পাত্রসায়ের থানার টাসুলি গ্রাম লাগোয়া দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল মেঘদূত কারক নামে এক কিশোরের। স্থানীয় সূত্রের খবর, প্রত্যেক দিনের মতো বুধবার দুপুরেও সাইকেল নিয়ে স্নান করতে গিয়েছিলেন মেঘদূত কারক। কিন্তু সন্ধ্যে পর্যন্ত সে বাড়িতে না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। আর খোঁজাখুঁজির মধ্যে গ্রাম লাগোয়া দামোদর নদের ঘাটে ওই যুবকের সাইকেল ও পোশাক পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন নিশ্চিত হন যে সে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়েছে। এরপর পরিবারের লোকজন নদীতে নৌকা নামিয়ে তল্লাশি শুরু করেন। গভীর রাতে নদীর জল থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। আজ তাঁর মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মৃত কিশোরের দাদা বলেন, “দুপুর তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর যখন বাড়ি আসেনি তখন আমরা খোঁজাখুঁজি শুরু করি। এরপর ওইখানকার লোক বলেন যে জামা কাপড় নদীর ঘাটে রয়েছে। তারপর ওইখানে আমরা পৌঁছে যাই। গিয়ে দেখি ও পড়ে রয়েছে।”