নিজস্ব সংবাদ দাতা: চন্ডীতলায় দুধের ট্যাঙ্কার লিক করে বিপত্তি। বালতি ভরে দুধ নিতে হুড়হুড়ি স্থানীয়দের। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে চন্ডীতলার দিক থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে আচমকা দুধের ট্যাঙ্কারটি লিক করে। চালক বুঝতে পেরে চন্ডীতলা বাজারের কাছে গাড়িটিকে দাঁড় করিয়ে দেয়। তারপর টপ টপ করে দুধ পড়তে দেখে স্থানীয়রা বোতল-বালতি নিয়ে হাজির হয়ে দুধ সংগ্রহ করতে শুরু করে। তবে এই দুধ সঠিক প্রক্রিয়াকরণ না হওয়ার আগে খেলে কোন শারীরিক ক্ষতি হবে কিনা উঠছে প্রশ্ন। শ্রাবণ মাসে দুধ পেয়ে খুশী এলাকার মানুষজন।স্থানীয়দের মতে,"শ্রাবণ মাস,বাবার মাস! তিনি চেয়েছেন তাই এটি সম্ভব। এখান থেকে আমি এক বোতল দুধ নিয়েছি।"
Tags:
Chanditala