Chanditala : আরজিকর কাণ্ডের প্রতিবাদ চন্ডীতলায় , থানায় ডেপুটেশন জমা বাম ছাত্রদলের

 শেখ আব্দুল আজিম, চন্ডীতলা: আরজি করের ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন  কলকাতা সহ  বিভিন্ন জেলার  ডাক্তাররা।  পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলিও এই ঘটনার প্রতিবাদ শুরু করেছে।  আর এবার এই ঘটনার প্রতিবাদ দেখা গেল চন্ডীতলায়। 


 রবিবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে  হুগলি জেলা এস এফ আই ও ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে  চন্ডীতলায় একটি প্রতিবাদ মিছিল করা হয়। চন্ডীতলা গ্রামীণ হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের যথাযথ নিরাপত্তার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। 

এ বিষয়ে চন্ডীতলা থানায় একটি স্মারকলিপি ও জমা দেওয়া হয়  চন্ডীতলা  এস এফ আই ও ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে। 

 


এই বিক্ষোভ এবং ডেপুটেশন প্রসঙ্গে বাম যুবনেতা অরিজিৎ মিত্র জানান "প্রশাসনকে আমরা এক সপ্তাহের সময় দিচ্ছি তার ভেতরে যেন নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়।আর প্রশাসন যদি কোন রকম ঢিলামি করে আমরা এক সপ্তাহের পর থেকে বৃহত্তর আন্দোলনের পথে যাবো।" 

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন