নিজস্ব সংবাদ দাতা: গত মাসের ১৩-৭-২০২৪ তারিখে সকাল ১১:১৫ মিনিট নাগাদ দুজন অজ্ঞাত পরিচয় মহিলা চন্ডীতলা থানার অধীন মশাট এলাকায় অবস্থিত চিত্রা জুয়েলার্স নামক একটি সোনার দোকানে আসে এবং একটি সোনার চেইন কেনার ইচ্ছা প্রকাশ করেন। সেইমতো সেলসম্যান যখন উনাকে বেশ কতকগুলি সোনার চেইন দেখাচ্ছিলেন তখন বেশ চতুরতার সঙ্গে একটি সোনার চেইন উনারা সরিয়ে নেন এবং কিছু না কিনেই সোনার দোকান ত্যাগ করেন। ঐদিন সন্ধ্যাবেলা সোনার দোকানের স্টক মেলাতে গিয়ে একটি ৯ গ্রাম ২০৫ মিলিগ্রাম ওজনের সোনার চেন কম পড়ে এবং পরে দোকানের সিসিটিভি ফুটেজ থেকে ওই দুই মহিলাকে চিহ্নিত করা যায় যারা নিজেদের ভুয়ো পরিচয় এবং ভুয়ো ফোন নাম্বার দিয়ে গেছে বলে জানা যায়। গত ২৩/০৭/২০২৪ তারিখ ওই সোনার দোকানের তরফে চন্ডীতলা থানায় অভিযোগ দায়ের করেন।
চন্ডীতলা থানা ওই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে নেমে ওই দুজন অজ্ঞাত পরিচয় মহিলা ছাড়াও ওই টিমে থাকা আরও তিনজনের পরিচয় জানতে পারে। তার মধ্যে দুজনকে মাত্র ৪ দিনের মধ্যে অর্থাৎ ২৭/০৭/২৪ তারিখ গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে একজনকে ৩১/০৭/২৪ তারিখ এবং আরো একজনকে ০২/০৮/২৪ তারিখে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীকালে পুলিশ রিমান্ডে থাকাকালীন খোয়া-যাওয়া ৯ গ্রাম ২০৫ মিলিগ্রাম ওজনের সোনার হারের পরিবর্তে ৯ গ্রাম ওজনের একটি গলানো সোনার মন্ড ওই আসামিদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
Tags:
Chanditala