নিউজ ডেস্ক : রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের নামে একের পর এক অভিযোগ উঠে আসার পরেই, সবর হলো লালবাজার পুলিশ। এবার থেকে বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে তাঁদের তরফ থেকে। লালবাজার থানা সূত্রে খবর, এবার থেকে যেসকল সিভিক ভলান্টিয়াররা কর্মরত অবস্থায় মদ্যপান করবেন তাদের চাকরি সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য যে সিঁথির মোড় বা আর জি কর ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের নাম বারবার উঠে আসায় পুলিসের তরফে সমস্থ ডিভিশনে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। ওই নির্দেশিকাতে এমনও বলা হয়েছে যে, যাদের এরম কিছু ইতিহাস রয়েছে তাদের নামের তালিকা ডিসি হোমগার্ডের কাছে পাঠাতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, আরজি কর হাসপাতালের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভল্যান্টিয়ার। শুধু তাই নয় কিছু দিন আগে সিঁথির মোড়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন ব্যারিকেডে ধাক্কা মারে এক মদ্যপ সিভিক ভল্যান্টিয়ার। যারপরে ওই সিভিককে গ্রেফতারও করা হয়েছে ।