নিউজ ডেস্ক : আর জি কর হাসপাতালে খুনের ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। যা দেখে এবার সবর হয়েছে কলকাতা পুলিশ। লালবাজার থানার নজরে রয়েছেন এবার সিভিক ভলান্টিয়াররা। যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা নিয়োগ হয়েছেন তাদের অতীতে কোন ক্রাইম রেকর্ড আছে নাকি তা খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি তাঁদের কাজের মূল্যায়ন সেই থানা ও ট্রাফিক গার্ডের থেকে খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, আরজি করে চিকিৎসক খুনের কান্ডে অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। জানা যাচ্ছে, পুলিশ কোয়ার্টারে তার অবাধ যাতায়াত ছিল। শুধু তাই নয়, তার প্রভাবও বেশ ছিল পুলিশ মহলে। যার ফলে, বিভিন্ন থানায় তার নামে অভিযোগ থাকলেও পুলিশ তাঁকে নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এই সকল কারণে, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সরকার ও প্রশাসনের দিকে আঙুল তুলেছে সাধারণ মানুষ।