নিউজ ডেস্ক - দুর্গা পুজার বোনাস বৃদ্ধির পর ফের বড়সড় সুখবর সিভিক ভলান্টিয়ারদের জন্য।আর সেই বড়ো খবর এই যে , সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন ভাতা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। ৬০ বছর পর্যন্ত সম্পূর্ণ কাজ করলে এই টাকা পাবেন সিভিক ভলান্টিয়াররা ও ভিলেজ পুলিশ। বৃহস্পতিবার এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।
বেশ কয়েকদিন আগেই পুজার বোনাস ১৩ % বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। আগে পুজার বোনাস হিসাবে ৫ হাজার ৩০০ টাকা পেতেন সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশরা। যা এখন বেড়ে হয়েছে ৬ হাজার টাকা। আর এবার অবসরকালীন ভাতা আরও ২ লক্ষ টাকা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। তবে, আরজি করের ঘটনা নিয়ে তোলপাড় বাংলা আর তারই মধ্যে বৃদ্ধি পাচ্ছে পুজার বোনাস সহ অবসরকালীন ভাতা।
Tags:
WEST BENGAL