নিজস্ব সংবাদদাতা: ২২ দিনের মাথায় নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধার করল ডানকুনি থানার পুলিশ। আজ ভোরেই তাদের দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকা থেকে উদ্ধার করে ডানকুনি থানার পুলিশ এবং উত্তরপাড়া জুভেনাইল জাস্টিট বোর্ডে পেশ করা হয় দুই ছাত্রীকে।
গত কুড়ি দিন ধরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দুই ছাত্রীর পরিবার থেকে বিরোধীরা।
উলেখ্য গত ১০ ই জুলাই টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয় ডানকুনি শ্রী রামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুই ছাত্রী।
পরিবার সূত্রে জানা গিয়েছিল ওই দিন স্কুল থেকে ফেরার পর টিউশন পড়তে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়। নিখোঁজ হওয়ার দিনই ডানকুনি থানায় অভিযোগ জানায় দুই ছাত্রীর পরিবার।
তবে পুলিশ জানিয়েছে অভিযোগের পরই শুন্য হাতে তদন্ত শুরু করতে হয় তাদের কারণ পরিবারের পক্ষ থেকে সেভাবে সহযোগিতা করা হয়নি পুলিশকে। তদন্তে নেমে একের পর এক যোগ সূত্রকে একত্রিত করে দুই ছাত্রীর সন্ধান মেলে। তবে কি কারণে তারা ডানকুনি থেকে দক্ষিণ ২৪ পরগনা গিয়েছিল বা কিভাবে তারা গিয়েছিল তা ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করার পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।