নিজস্ব সংবাদ দাতা: বর্তমান সময়ে দাঁড়িয়ে ক্রমশ বাড়ছে ক্রাইম। বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে ইতিমধ্যে। সেই প্রসঙ্গেই এদিন বাড়িওয়ালাদের ডাকা হয় ভাড়া দেওয়ার নয়া নিয়ম অর্থাৎ বলা বাহুল্য একটা সিস্টেম বিষয়ে জানাতে। মিটিংয়ে উপস্থিত এক বাড়িওয়ালার মতে "এইভাবে সমস্ত ডকুমেন্টস জমা করলে এবং একই সঙ্গে পূর্ববর্তী ভাড়ার ঠিকানা সবকিছু জমা করলে ক্রাইম এর সংখ্যা কমবে বলে আশা করা যায়।"
কাউন্সিলর প্রকাশ রাহা বলেন , "যত বেশি ডানকুনিতে লোক সংখ্যা বাড়ছে , মানুষ ভাড়া দিয়ে অর্থ উপার্জন করছে এটা একটা জীবিকার মত হয়ে গেছে। আমরা সেক্ষেত্রে বাড়ির মালিককে কোনোভাবেই বিপদে ফেলতে চাই না। তাদেরকে সচেতন করা একান্তই কাম্য। বাড়ির ভাড়া দিতে গেলে নির্দিষ্ট একটি সিস্টেম করা উচিত সেই বিষয়েই আমরা উদ্যোগ নিয়েছি। ডানকুনি থানার আইসি সাহেব শান্তনু সরকার তিনি এরকম উদ্যোগের কথা জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ টাকে কেন্দ্র করে ডানকুনি থানা থেকে ফর্ম ছাপানো হয়েছে। সেই ফর্মটিকে সমস্ত বাড়িওয়ালাদের দেওয়া হচ্ছে যাতে তারা সমস্ত রকম নির্দিষ্ট নিয়মাবলী এবং গুরুত্বপূর্ণ তথ্য নথিভুক্ত করে এবং এই পুরো বিষয়টি জানাবে ডানকুনি থানাকে এবং একই সাথে পৌর পিতা কে। তাদের কাছেও তথ্য থাকবে পাশাপাশি তথ্য থাকবে বাড়িওয়ালার কাছেও। সর্বোপরি বলা হচ্ছে যেন তারা একটা এগ্রিমেন্টের মাধ্যমে ভাড়া দেয় এবং ভাড়া এমন ভাবেই দেওয়া হবে যাতে করে যে পরিবারটিকে ভাড়া দেওয়া হচ্ছে তাতে সমাজে যেন কোনোভাবে ক্রাইম সৃষ্টি না হয়"।
তিনি আরো বলেন এই প্রসঙ্গে ," এই সিস্টেম মেনে চললে আশা করা কাম্য ক্রাইম অনেকটা কমবে। পাশাপাশি সরকারি যতরকম ডকুমেন্টস রয়েছে অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড ,প্যান কার্ড এই তিনটির জেরক্স জমা করতে হবে একইসঙ্গে পূর্ববর্তী যেখানে তারা ভাড়া ছিল তার ঠিকানা জমা করতে হবে।"