নিজস্ব সংবাদদাতা, ডানকুনি : ডানকুনি সেবা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল পাঁচ দিনব্যাপী মহাদেব এবং পার্বতীর বিশেষ পূজার্চনা। পূজো উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বাংলা ক্যালেন্ডার মতে চলছে শ্রাবণ মাস আর হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাস কে দেবাদিদেব মহাদেবের মাস বলে মনে করা হয়। সেই উপলক্ষেই ডানকুনি সেবা সমিতির উদ্যোগে পাঁচ দিনব্যাপী মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ ও মহাদেবের রুদ্র অভিষেকের পুজো করা হয়। বিগত পাঁচ বছর ধরে চলছে এই পুজো অনুষ্ঠান। সেইসঙ্গে মহাদেবের পূজোর পাশাপাশি দেবী পার্বতীর ও জাগরণ এবং ভজন অনুষ্ঠিত হয়ে থাকে ডানকুনি সেবা সমিতির উদ্যোগে। পুজো উপলক্ষে ডানকুনি ও সংলগ্ন এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে এই পুজো এবং ভজন অনুষ্ঠানে যোগদান করে থাকেন।
এ প্রসঙ্গে ডানকুনি সেবা সমিতির সম্পাদক সংবাদ মাধ্যমকে জানান, বিগত চার বছর ধরে তারা মহাদেবের রুদ্রাভিষেক মন্ত্রের জপ এবং রুদ্র অভিষেক করেন সেই সঙ্গে মহাদেবের পূজোর শেষ হলেই দেবী দুর্গার জাগরণ এবং সঙ্গীতের মাধ্যমে পূজা রচনা করেন। পূজোর শেষ দিনে সাধারণ ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয় বলেও জানান সম্পাদক। পাশাপাশি তিনি জানান ডানকুনি ও সংলগ্ন এলাকায় সমস্ত মানুষ যাতে ভালো থাকে সেই উদ্দেশ্যেই এই পুজো। সারা বছর ধরেই ডানকুনি সেবা সমিতি উদ্যোগে তারা বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন । পূজো উপলক্ষে ডানকুনি সেবা সমিতির সংলগ্ন ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ শোন এই পূজার্চনায় সামিল হয়।
শিব এবং পার্বতীর পূজো উপলক্ষে এদিন ডানকুনিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন " শ্রাবণ মাস বিশেষভাবে মহাদেবের মাস তাই এই মাসে সমস্ত শিব মন্দির এই পূজা অর্চনা রুদ্রাভিষেক ইত্যাদি চলতে থাকে। পাশাপাশি অমরনাথ যাত্রা চালু রয়েছে। বহু মানুষ সেই অমরনাথ যাত্রা করছেন। এই শ্রাবণ মাসে একটি পবিত্র পরিবেশ তৈরি হয়েছে মহাদেবের পূজো ঘিরে। পাশাপাশি তিনি আরো বলেন, "ভগবান ভারতবর্ষকে পুণ্যভূমি হিসেবে তৈরি করেছেন কারণ তিনি এই ভূমিতে দশ বার অবতীর্ণ হয়েছেন কিন্তু অন্যান্য কোন দেশে তিনি অবতীর্ণ হননি তাই সেই সমস্ত দেশে হিংসার ঘটনা ঘটে" । পাশাপাশি তিনি হিন্দু শাস্ত্রে মহাদেব এবং পার্বতীর যে মাহাত্ম্য প্রচারিত আছে সেই মাহাত্ম্যের কথাও তুলে ধরেন।