Dankuni: রক্তের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে কাউন্সিলরের উদ্যোগে রক্তদান শিবির ডানকুনিতে, স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিলেন সাধারণ মানুষ

  নিজস্ব সংবাদদাতা,ডানকুনি হুগলি: কাউন্সিলরের উদ্যোগে রক্তদান শিবির ডানকুনিতে। ডানকুনি দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের  উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। 


এই রক্তদান শিবিরে ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সহ ডানকুনির অন্যান্য এলাকা থেকেও অনেক মানুষ এসে স্বেচ্ছায় রক্তদান করেন।  রবিবার এই রক্তদান শিবির উপলক্ষে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার পৌরপ্রধান হাসিনা শবনম সহ পৌর প্রধান প্রকাশ রাহা হুগলী জেলা শিক্ষা ও শিল্প কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় , ডানকুনি শহর তৃণমূলের মহিলা সংগঠনের সভানেত্রী মমতা মুখার্জি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ডক্টর সুবীর মুখার্জি এই রক্তদান শিবির প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, "রক্তদান উৎসব চলছে  মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে বাংলা রক্তদানে এগিয়ে আছে ভারতবর্ষে। পাশাপাশি তিনি আরো জানান, বাংলার মানুষের সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতার কারণেই রক্তদান বর্তমানে উৎসবে পরিণত হয়েছে। সাধারণ মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকাই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। সেই নির্দেশ মেনেই রক্তদান উৎসব বিভিন্ন ওয়ার্ডে পালন করা হচ্ছে। 

  ডানকুনির শহর তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রী মমতা মুখার্জি জানান "মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয়ে থাকে। সেই মতোই রক্তদান শিবির চলছে। 


মূল উদ্যোক্তা তথা ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী সিনহা জানান," বর্তমান সময়ে রক্তের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই রক্তদান শিবির প্রতিবছরই অনুষ্ঠিত হয়। অন্যান্য বছর জুন মাসে হলেও ২০২৪ এ আগস্ট মাসে অনুষ্ঠিত হচ্ছে। "

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন