DIGHA LOCAL - শনি ও রবির ভিড় সামলাতে পাল্টানো হল ট্রেনের সময়ে, নতুন সিদ্ধান্ত নিল পূর্ব রেল


নিউজ ডেস্ক - সপ্তাহের শেষ দু ' দিনের ছুটিতে বাঙালিরা সমুদ্রের ধারে ভিড় জমায় । আর সেই ভিড় সামলাতে নতুন পদক্ষেপ ভারতীয় রেলের । আর এবার বদল ঘটল দিঘা যাওয়ার একাধিক ট্রেনের সময়সূচির। 12857 হাওড়া- দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস শুক্রবার ৬.৪৫ টার সময়ে পরিবর্তন করে ১০.৩০ টায় করা হয়েছে ।  আবার 12858 দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ১০.৩৫ টার পরিবর্তে ১৪.২০ টায় দিঘা থেকে ছাড়বে। 22897 হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস দুপুর ২.২৫-এর পরিবর্তে ১৮.১০ -এ হাওড়া থেকে ছাড়বে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। দেরিতে আসার কারণে 2021 হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে ৯ টায় রওনা দেওয়ায় সিদ্ধান্ত হয়েছে। 

আবার ইতোমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে কলকাতা থেকে দিঘা ৩০০০ বার্থ এবং ১০ হাজার আসন বিশিষ্ট একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা স্টেশন থেকে দিঘা এবং ফিরতি পথে দিঘা থেকে কলকাতা স্টেশন পর্যন্ত এই ট্রেন চালু করা হচ্ছে। এর সাথে 03161 কলকাতা- দিঘা স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে। আগে মালদহ থেকে বিশেষ কোনও ট্রেন সরাসরি দিঘা পর্যন্ত যেতো না। কিন্তু আজ থেকেই মালদহ টাউন-দিঘা এবং রবিবার দিঘা-মালদহ টাউন যাওয়ার বিশেষ ট্রেন অতিরিক্ত পাঁচটি ট্রিপেও চালানো হবে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন