নিউজ ডেস্ক - দিনের পর দিন দিঘায় পর্যটকের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে। অল্পদিনের জন্য ঘোড়ার স্থান হিসাবে দিঘাকে বেছে নিচ্ছেন বহু বাঙালি। এবার সেই দিঘার পর্যটনের ক্ষেত্রে বদলে যাচ্ছেন নিয়ম।সম্প্রতি দিঘা, তাজপুর, শঙ্করপুরের মতো একাধিক জায়গায় মধুচক্র চালানোর মতো অভিযোগ উঠেছে। সেই অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।তাই দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও পুলিশ নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিচ্ছে।
বেশ কিছুদিন আগে জঙ্গি ধরা পড়ার ঘটনার পর থেকে, জেলা পর্ষদ এবার পর্যটকের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি, যাতে কোনপ্রকার খারাপ ঘটনা না ঘটে, সেই কথা মাথায় রেখে ব্যবস্থা নিচ্ছে। গত ১ অগস্ট থেকে জেলা পুলিশের ‘অতিথি’ পোর্টালের পরিবর্তে চালু করা হয়েছে ‘স্বাগত’ পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে দিঘা বেড়াতে গেলে কী কী পরিষেবা মিলবে, কোথায় কতগুলি হোটেলের রুম আছে, কোথায় কোথায় ঘুরতে যেতে পারবেন- এইসব জন যাবে। মহকুমা শাসক ও উন্নয়ন পর্ষদের আধিকারিক শৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, কোনো ব্যক্তি দিঘায় বেড়াতে গেলে হোটেলের মাধ্যমে পর্যটকদের সব তথ্য এই পোর্টালে নথিভুক্ত হয়ে যাবে। পুলিশ চাইলে সেই তথ্য যাচাই করতে পারবে। আবার কেউ যদি কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেই তথ্য দেখে সেই ব্যক্তির খোঁজ করতে পারবে পুলিশ।