DNN বাংলাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সম্মান দিল সলিডারিটি ইউথ মুভমেন্ট



সেখ আব্দুল আজিম: কলকাতার আব্দুল ফাত্তাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিটস। সলিডারিটি ইউথ মুভমেন্টের উদ্যোগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব পোর্টাল গুলি শহর থেকে প্রত্যন্ত গ্রামের নানান খবরাখবর তথ্যপ্রযুক্তির মাধ্যমে তুলে ধরছেন তাদের উৎসাহ ও সম্মানিত করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এদিন বিভিন্ন জেলা থেকে আগত কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে আলাপ চারিতা ও একে অপরের সঙ্গে ভাব বিনিময় এবং অভিজ্ঞতা তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে আগত অতিথিরাও সাংবাদিকতার এথিক্স ও ডিজিটাল মিডিয়ায় কিভাবে সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করতে হবে এসব বিষয়ে আলোকপাত করেন। 



এদিন হুগলী, হাওড়া, মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ থেকে আগত ইনফ্লুয়েন্সারদের মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়।  এদিনের অনুষ্ঠানে প্রধান গেস্ট হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রশান্ত টন্ডন ব্রডকাস্ট জার্নালিস্ট এন্ড মিডিয়া এক্সপার্ট, আলিয়া ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ডিপার্টমেন্ট অফ জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডঃ মোহাম্মদ রিয়াজ।‌ এছাড়াও উপস্থিত ছিলেন জামাতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ডক্টর মশিউর রহমান,সলিডারিটি ইউথ মুভমেন্টের রাজ্য সভাপতি ব্রাদার ওসমান গনি, সাধারণ সম্পাদক সেখ আরিফুল রহমান, হুগলি জেলার সভাপতি সেখ মোকাদ্দেরুল হক সহ অন্যান্য কর্মকর্তারা।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন