EARTHQUAKE : সাতসকালেই ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গ

 


নিউজ ডেস্ক : শুক্রবার সময় সকাল ৬টা বেজে ২৭ মিনিট নাগাদ কেঁপে উঠলো দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ একাদক উত্তরবঙ্গের এলাকা। যদিও এই ভূমিকম্পের উৎপত্তি সিকিমের নামচি এলাকায় বলে জানা গিয়েছে। এদিকে ভূমিকম্পের তীব্রতা বেশি না থাকায় তেমন ক্ষয় ক্ষতি হয়নি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৪ ধরা পড়েছে। 

পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের থেকে বেশি গোটা সিকিম কম্পন অনুভূত করতে পেরেছে। মাত্রা কম হলেও ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল। 

এদিন সকালে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই ভূমিকম্পের রিপোর্ট দেয়। পরে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও এই ভূমিকম্পের কথা সঠিক বলে জানিয়েছে।

যদিও ভূমিকম্পের মাত্রা বেশি না থাকায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। এমনকি অনেক সকালে হওয়ায় অনেক মানুষ ঘুমিয়েছিলেন, যে কারণে তাঁরা অনুভবও করতে পারেনি।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন