EAST BENGAL AND MOHON BAGAN - ইতিহাসে প্রথমবার আরজি করের ঘটনার জেরে একত্রিত হলো ইস্টবেঙ্গল আর মোহনবাগান


নিউজ ডেস্ক -রবিবার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ডার্বি জন্ম হল এক নতুন ছবির ।এদিন   সেখানে ডুরান্ট কাপের ফাইনাল হওয়ায় কথা ছিল। কিন্তু গোটা ভারতসহ বিদেশের মানুষরা আরজি কর হাসপাতালের হত্যাকাণ্ড ঘটনা নিয়ে ক্ষুদ্ধ। ফলে মাঠের গ্যালারি থেকেও সেই প্রতিবাদে সামিল হওয়ার পরিকল্পনা করেছিলেন দুই দলের সমর্থকরা। কিন্তু, ঝামেএলা হওয়ার সম্ভাবনার কথা ভেবে একদিন আগে সেই ম্যাচ বাতিল করা হয়। খেলা বাতিলের এই সিদ্ধান্ত আরও ক্ষুদ্ধ করে দেয় দুই দলের সমর্থকদের। এরপর প্রতিটি প্রতিবাদ, প্রতিটি বিক্ষোভই তৈরি হয় নতুন নতুন স্লোগানের। সেই প্রতিবাদ চলো চার ঘণ্টার বেশি সময় ধরে। ডার্বির আগের দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় দুই দলের সমর্থকরাই স্লোগান লেখা শুরু করেছিলেন যে , ‘ ‘ঘটি-বাঙাল ভাই ভাই, আরজিকরের বিচার চাই।’ ঘটি বাঙাল এক স্বর, জাস্টিস ফর আরজি কর’,আবার এইদিন যুবভারতী চত্বরে ভিড় জমানো ইস্ট-মোহন জনতার মুখে ছিল বিভিন্ন ধরনের স্লোগান। কেউ বললেন, "তুমি আমি একই স্বর, জাস্টিস ফর আরজি কর", কেউ "মাচা-ঘটি একই স্বর, জাস্টিস ফর আরজি কর", কেউ বা "তুমিও তাই, আমিও তাই, আরজি করের বিচার চাই", কেউ বললেন, "চিংড়ি-ইলিশ এক স্বর, জাস্টিস ফর আরজি কর","ঘটি বাঙাল ভাই ভাই, আরজি করের বিচার চাই", "দুই গ্যালারির একটা স্বর, জাস্টিস ফর আরজি কর", "ঘটি বাঙাল দিয়েছে ডাক, তিলোত্তমা বিচার পাক"।

 চলতি মরসুমের দ্বিতীয় ডার্বি বাতিল করা নিয়ে কিন্তু এদিন এতটুকু হতাশ ছিলেন না সমর্থকদের মধ্যে। কিন্তু, তাদের প্রতিবাদের কন্ঠ রোধ করার চেষ্টা একেবারেই মেনে নিতে না পেরে স্লোগান উঠল "ডার্বি কাড়বি কেড়ে নে, মেয়েটাকে ফিরিয়ে দে", " খেলার মাঠ বন্ধ তবে, খেলার বদলে বিচার হবে", "যুবভারতীর বন্ধ গেট আরজি করের বিচার চায়"। শুধু এই পযন্ত নিয়ে, তাদের ক্রোধ বর্ষিত হল সরাসরি প্রশাসনের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই। তার বিরুদ্ধে স্লোগান উঠল, "এক হয়েছে বাঙাল-ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি।" এমনকি, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে কেউ কেউ স্লোগান দিলেন, "ইস্ট-মোহনের দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ"।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন