নিউজ ডেস্ক - কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাটে। আর সেই বন্যায় এখনও পর্যন্ত কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এরই সাথে ঘরছাড়া হয়েছে প্রায় ২৩ হাজারেরও বেশি মানুষ। কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর জোরকদমে উদ্ধারকাজ চলছে ।তবে এই বন্যা পরিস্থিতির মধ্যে আরও আবহাওয়া আর উদ্বেগ বাড়াচ্ছে। মৌসম ভবনের তরফ থেকে গুজরাটের ১১ টি জেলায় রেড অ্যালার্ট এবং ২২ টি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে । যদি আজ আবার বৃষ্টি হয় তবে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
বেশ কিছুদিন ধরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে গুজরাট। মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে যে আজ কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলে , দ্বারকা, জামনগর, মোরবি, সুরেন্দ্র নগর, রাজকোট, জুনাগড়, আমরেলি, ভাবনগর সহ একাধিক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামিকালও বৃষ্টি হবে।গতকাল সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকমের সাহায্যের আশ্বাস দেন ।
Tags
India