GOLD - SILVER : সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তবে এখনই শ্রেষ্ঠ সময়, একধাকায় অনেকটা দাম কমেছে

 

নিউজ ডেস্ক : অগস্ট মাসের শুরু থেকেই লাগাতার  কমছে সোনার রুপোর দাম। বলা যায় প্রায় প্রতিদিনই দর কমার ফলে, এবার ৭০ হাজারের নীচে নেমে গেল সোনার দাম। তার উপর এক ধাক্কায় রুপোর দাম কমেছে ৫০০০ টাকা। 

বুধবার ২২ ক্যারেট সোনার ১ গ্রামের  দাম রয়েছে ৬৩৮৯ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৩ হাজার ৮৯০ টাকা। গতকালের তুলনায় যা ১০০ টাকা দাম।

 ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম রয়েছে ৬৯৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৯ হাজার ৭০০ টাকা।

এদিকে, ১৮ ক্যারেটের সোনার দাম-

 ১ গ্রামে রয়েছে ৫২২৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫২ হাজার ২৭০ টাকা। 

সোনার সাথে সাথে সস্তা হয়েছে রুপোও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮২৪০ টাকা। অর্থাৎ আগের তুলনায় ৫১০ টাকা দাম কমেছে এক ধাক্কায়।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন