নিউজ ডেস্ক - বাজেট নিয়ে সরকারের বড় চমক। ইতিমধ্যেই সোনা-রুপোর উপরে আমদানি শুল্ক কমানোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।তাই স্বাভাবিকভাবেই কমেছে সোনা-রুপোর দাম ফলে খুশি হয়েছিলেন মধ্যবিত্ত সাধারণ মানুষ। তবে এই কম দাম হল স্বল্পমেয়াদী, কারণ ফের বৃদ্ধি পেতে চলেছে সোনার দাম।
সরকার সোনা-রুপোর উপরে শুক্ল কমালেও, অন্য দিক থেকে বাড়তে চলেছে সোনার দাম। সূত্রের খবরে জানা যাচ্ছে, সরকার সোনা ও রুপোর উপরে জিএসটি বাড়াতে চলেছে সরকার। বর্তমানে সোনা-রুপোর উপরে ৩ শতাংশ জিএসটি ধার্য করা আছে।কিন্তু এই শুল্ক বৃদ্ধি পেয়ে ৫ শতাংশ করা হতে পারে। এর ফলে স্বাভাবিকভাবেই বাড়বে সোনার দাম।
শিল্প বিশেষজ্ঞদের মত অনুযায়ী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটেই জিএসটি সহজীকরণের কথা বলেছিলেন।যার জেরে অনুমান করা হচ্ছে, জিএসটির হার ৩ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশ হতে পারে। বাজেটে সোনা-রুপোর উপরে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। এছাড়াও, এগ্রি ইনফ্রা অ্যান্ড ডেভেলপমেন্ট সেস শুল্কও ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। এখন সোনার ওপর ৩ শতাংশ জিএসটি ধার্য করা হয়। অর্থাৎ সোনার ওপর মোট ৯ শতাংশ কর দিতে হয়। আগে যা ১৮ দশমিক ৫ শতাংশ ছিল।