GST - জীবনবিমা ও স্বাস্থ্যবিমাকে GST র আওতার বাইরে রাখার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


নিউজ ডেস্ক : জীবনবিমা ও  স্বাস্থ্যবিমা থেকে গেস্ট সরিয়ে নেয়ার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখলেন। তিনি জানান "বিমায় GST বসানোর সিদ্ধান্ত চরম জনবিরোধী। এই সিদ্ধান্তের কারণে মানুষের উপর বাড়তি বোঝা চাপবে।"  চিঠিতে তিনি জানান, " স্বাস্থ্য বিমার প্রাথমিক লক্ষ্য হল অসুস্থতা, দুর্ঘটনা বা মৃত্যুর মতো পরিস্থিতিতে মানুষকে আর্থিক নিরাপত্তা দেওয়া। কঠিন পরিস্থিতিতে মানুষকে আর্থিক সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে বিমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিমা সামাজিক নিরাপত্তাও দেয়। "

উল্লেখ্য যে বর্তমান কর ব্যবস্থা অনুযায়ী স্বাস্থ্যবিমা ও জীবনবিমায় ১৮ শতাংশ GST দিতে হয়। এবারের বাজেটে বেশ কিছু জিনিসের উপর থেকে কর কমানো হলেও, স্বাস্থ্য বীমা ও জীবনবিমা থেকে কোনোরকম কর কমানো বা সরানো হয়নি।। এদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ব্যাপারে একটি পোস্ট করে জানান, "কেন্দ্রীয় সরকার যদি জনবিরোধী এই GST প্রত্যাহার না করে, তাহলে পথে নামতে বাধ্য হব"।

https://x.com/MamataOfficial/status/1819024878789623937?t=UaQjQwwdtXNI6gHub4OPzg&s=19    

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন