নিউজ ডেস্ক : এলাকায় দিনের পর দিন চুরির ঘটনায় প্রতিবাদে তারকেশ্বর- কারারিয়া রোড অবরোধ করে বিক্ষোভ,এলাকায় পুলিশ ক্যাম্প বসানোর দাবি গ্রামবাসিদের ঘটনা তারকেশ্বরের তেঘড়ি এলাকার। অভিযোগ গত কাল রাতে স্থানীয় এক ব্যবসায়ীর চার চাকা গাড়ির চারটি চাকা খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা সেই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। গ্রামবাসীদের অভিযোগে শুধু গাড়ির চাকা নয় এলাকায় দিনের পর দিন চুরির ঘটনা ঘটছে যা পুলিশ কে বারবার জানিয়েও কোনো ফল হয়নি বরং উল্টে চুরির ঘটনা বেড়েই চলেছে।
অবিলম্বে কেশবচক পঞ্চায়েত ও সন্তোষ পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ ক্যাম্প বসিয়ে গ্রামের সুরক্ষার ব্যবস্থার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অন্যদিকে গ্রাম বাসীদের পক্ষ থেকে এলাকায় পুলিশ ক্যাম্প বসানোর আবেদন এবং চুরির ঘটনা কিনারা করার দাবি জানিয়ে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ ও আবেদন পত্র জমা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে চুরির ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ ক্যাম্প বসানোর দাবিকে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
Tags
hooghly