নিউজ ডেস্ক - ২০২৪ এর লোকসভা ভোট জয় করে এমপি নির্বাচিত হয়ে হুগলি জেলার বিভিন্ন স্কুল, হাসপাতাল পরিদর্শন করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর সেইরকমই বৃহস্পতিবার তিনি পরিদর্শন করলেন পান্ডুয়ার একটি স্কুল।
সেখানে গিয়ে তিনি টিচারের ভূমিকা পালন করে নিজেই পঞ্চম শ্রেনীর ক্লাসরুমে ঢুকে ছাত্রদের বানান ধরেন এবং এরসাথে বই নিয়ে নানা প্রশ্ন করেন। এরপর তিনি গোটা স্কুল পরিদর্শন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "এমনি সব ব্যবস্থা ঠিকই আছে। ভালো ভাবেই স্কুল চলছে। সবাই ভালো ভাবে পড়াশোনা করছে। মিড ডে মিলের ব্যবস্থাও আছে। তবে কয়েকটি ক্লাসে টেবিল চেয়ার নেই, বাচ্চারা মাটিতে বসে। ওটার ব্যবস্থা করতে হবে। এছাড়া দু একটা ঘর বন্ধ আছে ছাদ ভেঙে পড়ার আশঙ্কায়। ওটা ঠিক করতে হবে । "
শুধু পান্ডুয়ার স্কুল নয়। সেদিন তিনি এর আগে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতাল ও পান্ডুয়ার একটি হাসপাতালেও যান। সেখানে গিয়ে তিনি রোগীদের বাড়ির লোকের জন্য টিকিটের ব্যবস্থা করতে ভিড় কমানোর জন্য বলেন। সিকিউরিটি গার্ড রাখার কথাও জানালেন। এইদিন রচনা সাফ সাফ জানিয়ে দেন তিনি মাসখানেক পর আবার পরিদর্শনে আসবেন এটা দেখতে যে সব ঠিক আছে কিনা।