নিউজ ডেস্ক : হুগলি মগড়া থানার বাঁশবেড়িয়ার ঘটনা।মৃতের নাম রাজেন্দ্র ভগত(২৫)।অভিযুক্ত দাদা সিকান্দার ভগতকে গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে আজ সকাল দশটা নাগাদ চক বাঁশবেড়িয়া মিলিটারি রোডে বাড়ির সামনে দুই ভাই এর মধ্যে ঝগড়া চলছিল।হঠাৎ ই সিকান্দর রাজেন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।হাতে গলায় আঘাতে রক্তাক্ত হয় যুবক।স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেস্টা করে।মগড়া বোরোপাড়ার একটি নার্সিংহোমের সামনে থেকে পুলিশ তাকে অ্যাম্বুলেন্সে করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসকরা দেখে জানিয়ে দেন মৃত্যু হয়েছে যুবকের।স্থানীয়রা জানিয়েছেন,দুই ভাই এর মধ্যে বিবাদ লেগেই থাকত। মাঝে মধ্যে অশান্তি হত। কিন্তু কি নিয়ে অশান্তি তা তারা জানতেন না।ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যায়। পরে মগড়া থানার পুলিশ তাকে এলাকা থেকেই গ্রেফতার করে। কি কারনে নিজের ভাইকে নৃশংস খুন খতিয়ে দেখছে পুলিশ।
Tags
hooghly