নিউজ ডেস্ক - হুগলিতে অবাক কাণ্ড। কই মাছ গলায় আটকে গিয়ে সাগর রায় নামে বছর তিরিশের এক যুবকের মৃত্যু হল। পাণ্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের গোয়াল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন ওই যুবক। বছর ছয়েক আগে বিয়ে করেন। এবং তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা।যুবকের পরিবার পাণ্ডুয়ায় থাকলেও বিয়ের কিছুদিন পরই তিনি পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম ঝাপানডাঙ্গা এলাকায় ভাড়া থাকতেন। ওইদিন স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় একটি কই মাছ দেখতে পান। সেটিকে ধরার পরই কিছু দূরে আরও একটি কই মাছকে দেখতে পান। প্রথম মাছটিকে দাঁতে ধরে তিনি দ্বিতীয় মাছটি ধরতে যান। আর তখনই গলায় চলে যায় কই মাছটি। সেটি গলায় আটকে গিয়ে মৃত্যু হয়।
যুবকের পরিবারের থেকে জন্য গিয়েছে যে, বৃষ্টির জল পুকুর ডুবিয়ে রাস্তার উপর দিয়ে বইতে থাকে। আর সেই জলে ভেসে যেতে দেখে একটা কই মাছ ধরে মুখে রেখে আরেকটা মাছ ধরার চেষ্টা করেন তিনি।মুখে রাখা কই মাছ গলায় আটকে যায়। এরপরই দম বন্ধ হয়ে যায় যুবকের। তৎক্ষণাৎ স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।