নিউজ ডেস্ক - শ্রাবনের তৃতীয় সোমবার তারকেশ্বর মন্দিরে পূজা দিতে আসার জন্য রবিবার দুপুর থেকেই ভক্তদের ঢল নেমেছে তারকেশ্বরে।বৈদ্যবটি বা শেওরাফুলি গঙ্গার ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে রবিবার দুপুর থেকেই তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আসছেন লক্ষ লক্ষ পূর্নাথী।তারকেশ্বর মন্দিরে আসা পূর্নাথীদের পরম যত্নে সেবা করতে দেখা গেল মাবুদ,সাঈদ দের।
রবিবার সন্ধ্যায় তারকেশ্বর মন্দিরে প্রবেশ করার তিন কিলোমিটার আগে লোকনাথ চৌমাতা এলাকায় বেশ কয়েক জন ব্যক্তি শিব ভক্তদের সেবা করছেন পরম যত্নে।দীর্ঘ চল্লিশ কিমি পায়ে হেঁটে আসা পূর্নাথীদের পায়ে ব্যথা নিরাময়ক ঔষধ লাগিয়ে দিচ্ছেন তারা।তাদের মধ্যেই ছিলেন মাবুদ ,সাঈদ রা।সেই ছবি ধরা পড়ে টিভি ৯ বাংলার ক্যামেরায়।
মুসলিম ধর্মালম্বী মানুষ হয়ে কেন তারা এই কাজ করছেন প্রশ্ন করতে মাবুদ বলেন বাংলা হচ্ছে সম্প্রতির, মানব সেবা বা মানবতাই হচ্ছে আসল ধর্ম। এর জন্য কারো তোয়াক্কা করেন না তিনি।মানুষের সেবা করেই পৃথিবী ত্যাগ করতে চান মাবুদ।যে যার ধর্ম সে তার মত পালন করুক কিন্তু মানব সেবাই আসল ধর্ম । মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আসল ধর্ম,ধর্ম নিয়ে বরাই করার কোনো প্রয়োজন নেই বলেই জানান শেখ মাবুদ আলী।
Tags:
hooghly