নিউজ ডেস্ক : ঘুম থেকে উঠেই আমরা যেটা খুঁজে থাকি, সেটা হল আমাদের প্রিয় সঙ্গী আমাদের মোবাইল ফোন। সারাদিন কেটে যায় এর সাথে। এরকম সঙ্গী যদি হারিয়ে যায়, তাহলে কিরকম কষ্ট হয়, সেটা যার হারায়, সেই জানে।
হুগলি গ্রামীণ পুলিশ জেলার সিঙ্গুর থানা সেই কষ্ট দূরীকরণের ব্যবস্থা করেছে কিছুটা। ১৪ টা হারানো মোবাইল ফোন খুঁজে বের করেছে তারা। কোনটা পশ্চিম মেদিনীপুর থেকে তো কোনো টা উত্তর দিনাজপুর থেকে। এমনকি গঙ্গা পারের ব্যারাকপুর থেকেও।কারো ফোন উদ্ধার হয়েছে তিন মাস পরে, করো দেড় মাস, কারোবা সাত আট দিনের মধ্যেই। হারানো মোবাইলের তালিকা দীর্ঘ, বাকি হারানো মোবাইল ফোন উদ্ধারের কাজ চলছে।
Tags:
hooghly