নিউজ ডেস্ক -শুক্রবার বিকালে খানাকুলের রায়বাড় এলাকায় ভেঙে পড়ল দোতলা বাড়ি । তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বাড়ি টলতে দেখেই বাড়ির ভিতরে থাকা লোকজন ছুটে বাইরে বেরিয়ে আসেন। তাই প্রাণে বেঁচে যান তারা। আবার বাড়ির পাশেই ছিল ইলেকট্রিকের পোল। যা থেকেই বাড়িতে এসেছিল ইলেকট্রিকের কানেকশন। সেই তারও ছিঁড়ে যায়। কিন্তু, বিদ্যুৎ না থাকায় বড়সড় কোনও বিপদ এড়ানো সম্ভব হয়। কিন্তু, বাড়ির ভেতর থাকা আসবাবপত্র থেকে প্রয়োজনীয় সামগ্রী সবই ধ্বংসস্তূপে চাপা পড়ে যায়।
ওই মাটির বাড়িটি ছিল কোহিনূর বেগমদের। প্রাথমিক ভাবে অনুমান, গত দু’দিনের প্রবল বৃষ্টির জেরেই ভীত নড়ে গিয়েই ভেঙে পড়ে আস্ত বাড়িটি। এইভাবে বাড়ি হারিয়ে ফেলায় সরকারের কাছে সাহায্যের আবেদন করছেন পরিবারের সদস্যরা। কোহিনূর বেগম বলছেন, “বৃষ্টির কারণেই বাড়িটা ভেঙে গিয়েছে। এখন আমরা কোথায় যাব সেটাই ভাবছি। বাচ্চা বাচ্চা ছেলে আছে আমাদের। কিন্তু, মুহূর্তেই সব শেষ হয়ে গিয়েছে। বাড়িটা এখন সরকার করে দিলে খুব উপকৃত হব।”