নিজস্ব সংবাদদাতা, হুগলি: 'একটি গাছ একটি প্রাণ' এই স্লোগানকে সামনে রেখে হুগলির কোন্নগরে অনুষ্ঠিত হয়ে গেল বৃক্ষরোপণ কর্মসূচি ।
এদিন কোন্নগর-কানাইপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্র চত্বরে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। অরণ্য সপ্তাহ উপলক্ষে এদিন আম,জাম,কাঁঠাল সহ প্রায় দুশো বৃক্ষ রোপন করা হয়।
উপস্থিত ছিলেন জোন চেয়ারপার্সন কণিকা ব্যানার্জী, কোন্নগর কানাইপুর লায়ন্স ক্লাবের সভাপতি অরুণ দত্ত, ক্লাব সম্পাদক বর্ণালী হাওলাদার, ক্লাব সহ: সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, বিকাশ গুহ , স্বপন দাস , ক্লাব এডমিনিষ্টর মৃণাল কান্তি হাওলাদার , অভিনেতা সৌভিক চক্রবর্তী, পরিবেশ কর্মী শেখ মাবুদ আলি সহ এলাকার বিশিষ্ট নাগরিক বৃন্দ।
Tags
hooghly