নিউজ ডেস্ক - আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল করার জেরে সরকারের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছিল হাওড়ার তিনটি স্কুলের বিরুদ্ধে।স্কুলের পঠনপাঠনের সময় কোনও পড়ুয়া রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকতে পারবে না বলে বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতর। কিন্তু এরপরও দেখা গেল আরজি কর-কাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে পথে নেমেছেন উত্তরপাড়া অমরেন্দ্র বয়েজ স্কুলের ছাত্র শিক্ষক ও অভিভাবকরা সকলে।
এই প্রসঙ্গে স্কুলের টিচার ইনচার্জ জানিয়েছেন, স্কুল ছুটির পরবর্তী পর মিছিল করা হয়েছে। আর কোনও ছাত্র বা শিক্ষককে জোর করা হয়নি তারা নিজেদের ইচ্ছায় মিছিলে অংশগ্রহণ করেছেন। সুশান্ত রায় নামে এক শিক্ষক বলেন, “ছাত্ররা সমাজের সব থেকে স্পন্দনশীল অংশ। এই ঘটনাতেও একজন ছাত্রীকে যৌন হেনস্থা ও খুন করা হয়েছে। তাই ছাত্ররা পথে নেমেছে। আমি একজন শিক্ষক হিসেবে মনে করি শিক্ষকরা সমাজের মেরুদন্ড। এই ঘটনায় রাস্তায় নেমে বিচার চাওয়া উচিত। তাই রাস্তায় নেমেছি। যতক্ষণ না পর্যন্ত এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।”