নিউজ ডেস্ক - গত শনিবার এই প্রথমবার শ্রাবণী মেলা উপলক্ষে গঙ্গা আরতি হল হুগলির চন্দননগর রানিঘাটে। বারাণসীতে সেইভাবে গঙ্গার ঘাটে আরতি হয়। ঠিক সেইরকম আরতি হল রানিঘাটেও। এই গঙ্গা আরতির অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্নারা উপস্থিত ছিলেন। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানালেন, “আমাদের রাজ্যের ১৩টি বিভাগের সচিবদের নিয়ে বৈঠক হয়েছে। এবার আমরা গঙ্গা আরতি করলাম। অনলাইনে দেশবাসী দেখল। তারকেশ্বরে আমাদের একটি সংগ্রহশালাও করা হয়েছে। একটা নতুনত্ব হল।”
বহু দিন ধরে তারকেশ্বর শ্রাবণী মেলা হচ্ছে। কিন্তু গঙ্গা আরতি হয়নি কখনও। তাই এইবার মুখ্যমন্ত্রীর ইচ্ছায় শ্রাবণী মেলাকে কেন্দ্র করে গঙ্গা আরতির আয়োজন করে হুগলি জেলা প্রশাসন। আর এরই সাথে তারকেশ্বরে শ্রাবণী মেলা সংগ্রহশালার উদ্বোধন হয়। হুগলি জেলাশাসক মুক্তা আর্য জানান, চন্দননগর রানিঘাটে গঙ্গা আরতি হয়েছে।এরপর রবিবার সেই লঞ্চ চলে যাবে শ্রীরামপুর রায়ঘাটে সেখানেও আরতি হবে।