সূত্রের খবর, শনিবার বিকেলে পথ দুর্ঘটনায় জখম হন হাবিসপুর গ্রামের বাসিন্দা আনসারুল শেখ নামে এক ব্যক্তি।দুর্ঘটনার পর তাঁকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। এরপরই ভূল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতাল ভাঙচুর করে রোগীর পরিবারের লোকজন।
তাঁদের দাবি যে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান রোগী স্থিতিশীল রয়েছে। তাঁকে অন্যত্র স্থানান্তরিত করার প্রয়োজন নেই। কিন্তু তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়ার পর খিঁচুনি শুরু হয়। এরপরই মৃত্যু হয় তাঁর।
হাসপাতাল সূত্রে খবরে জন যাচ্ছে,আজ সন্ধ্যার পর প্রায় ৭০-৮০ জন লোকজন এসে হাসপাতালে হামলা চালায় মৃতের পরিবারের সদস্যরা। এমনকী কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে। যদিও, এই প্রসঙ্গে হাসপাতাল সুপারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Tags
WEST BENGAL