HOWRAH - HOOGHLY উদয়নারায়নপুর ও উলুবেড়িয়ায় বন্যার সম্ভাবনা , সতর্কতা জারি প্রশাসনের তরফ থেকে



নিউজ ডেস্ক - ডিভিসি'র জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেতেই হাওড়া জেলার উদয়নারায়ণপুরেও বন্যার সম্ভাবনা। রবিবার সকাল থেকেই দামোদরের জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে। অন্যদিকে, বন্যার আগাম সতর্কতা জন্য রবিবার দুপুরে উদয়নারায়ণপুরে একটি প্রশাসনিক বৈঠকও হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, মহকুমাশাসক, স্থানীয় বিধায়ক ছাড়াও বিভিন্ন বিভাগের আধিকারিকেরা। এই বৈঠকে ব্লকের ত্রাণশিবিরগুলিকে প্রস্তুত রাখতে বলা হয়েছিল। পাশাপাশি পঞ্চায়েতগুলিকেও আগে থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখতে বলা হয়ছে। 

শুধু তাই নয়, প্রশাসনের পক্ষ থেকে নদী-তীরবর্তী এলাকায় মাইকিং দ্বারা মানুষজনকে সতর্ক করতে নির্দেশ দেওয়া হয়েছে। সতর্ক করে বলা হচ্ছে, মানুষ যেন অযথা আতঙ্কিত না হন বরং দ্রুত বিপজ্জনক স্থান ছেড়ে দেয়ার কথা বলা হচ্ছে। নিরাপদ স্থান অথবা ফ্লাড সেন্টারে চলে যেতে বলা হচ্ছে।

আবার উলুবেড়িয়া জয়পুরের ঘোড়াবেড়িয়া চিতনান ও ভাটোরা 'ভাটোরা দ্বীপ অঞ্চল' নামে পরিচিত। যেখানেপ্রায় ৪০ হাজার মানুষের বসবাস। এই দ্বীপাঞ্চল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাঁশের ৪টি সাঁকো ভেঙে পড়ায় মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে ভাটোরা। ডিভিসি জল ছাড়ায় জলের তোড়ে যে চারটে জায়গার বাঁশের সাঁকো ভেঙে পড়েছে সেগুলি হল, ভাটোরা গায়েন পাড়া, ভাটোরা পানশিউলি ঘাট, কুলিয়া ঘাট ও টাকি পাড়া। 

ভাটোরা দ্বীপাঞ্চলে যোগাযোগের জন্য রবিবার দুপুর পর্যন্ত নৌকা চলাচলের মাধ্যমে মানুষজনকে পারাপার করানো হচ্ছিল। কিন্তু রবিবার দুপুরের পর থেকে উচ্চ পর্যায়ে প্রশাসনের নির্দেশমতো নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং "নিরাপত্তার স্বার্থে খুব প্রয়োজন ছাড়া কোনও নৌকাই চালানো যাবে না" - এই নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। চিকিৎসা এবং খুব জরুরি প্রয়োজনের ক্ষেত্রে স্পিডবোটের ব্যবস্থা করা হবে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন