নিউজ ডেস্ক - ফের ভোগান্তি দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখার যাত্রীদের। মঙ্গলবার সকালে ডাউন আমতা-হাওড়া লোকালে যান্ত্রিক ত্রুটির প্রায় দেড় ঘণ্টার বেশি সময় বাঁকরানয়াবাজ স্টেশনে দাঁড়িয়ে থাকে। ফলে কর্মস্থলে যাওয়ার সঙ্গে চরম বিপাকে পড়েন যাত্রীরা। দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেকে বাড়ি ফিরে যেতে বাধ্য হন।আবার অনেকে আবার হেঁটে সাঁতরাগাছি গিয়ে ট্রেন ধরে গন্তব্যে যান। অথবা ১১৬ নম্বর জাতীয় সড়ক থেকে বাস ধরে যান ।
পলাশ দীর্ঘাঙ্গী নামে এক যাত্রী বলেন যে এই লাইনে ট্রেনের সমস্যা ও যাত্রী দুর্ভোগ রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের দাবি, দিনের পর দিন ট্রেন নিয়ে ভোগান্তি লেগেই রয়েছে।ফলে কাজের জায়গায় সময়মতো পৌঁছনো যাচ্ছে না। অনেকক্ষেত্রে জানা যাচ্ছে মাইনে পর্যন্ত কাটা যাচ্ছে। শেখ শহিদুল নামে এক যাত্রী বলেন, "রোজকার এই যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না। রোজ ট্রেনের ভোগান্তি। এত দেরিতে ট্রেন চলে, বাড়ি ফিরতে রাত ১টা পর্যন্ত বেজে যায়।"
যাত্রীরা জানান, আজ ট্রেনের চাকা ও ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন দাঁড়িয়ে যায়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, কী কারণে যান্ত্রিক ত্রুটি হল, তা তদন্ত দেখা হচ্ছে। ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে পৌঁছে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করেন।