WB POLICE : নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশ! প্রতিবাদে হুগলি গ্রামীণ -চন্দননগরে সমাজমাধ্যমে ছবি বদল পুলিশকর্মীদের

নিউজ ডেস্ক : বর্তমানে যা পরিস্থিতি তৈরী হয়েছে সেখানে একের পর এক কলকাতা পুলিশের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় তাঁদের অ্যাকাউন্টের ছবি পাল্টাতে শুরু করেছেন। আর শুধু কলকাতায় নয় হাওড়া ও হুগলি জেলার বহু গ্রামীণ পুলিশকর্মী ও চন্দননগর পুলিশও একইভাবে নিজেদের অ্যাকাউন্টের ছবি বদলে কলকাতা ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর রক্তাক্ত ছবি লাগাছেন। কারণ হিসাবে বলছেন এই ঘটনার প্রতিবাদে তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য যে দেবাশিস চক্রবর্তী থাকেন হাওড়ার বাউড়িয়ার শ্যামসুন্দরচক ভালু কলোনিতে। হাওড়া পুলিশ জানায়, এই বৃহস্পতিবার থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানানো শুরু হয়েছে এবং শেষ হবে ৪৮ ঘণ্টা পর।  

এদিন হাওড়া গ্রামীণ পুলিশের একজন বলেন, "সে দিন 'ডিউটি' করতে গিয়ে দেবাশিস আহত হন। পুলিশ তো আর রাস্তায় নেমে আন্দোলন করতে পারে না। তাই ওই রক্তাক্ত পুলিশকর্মীর ছবি নিজেদের সমাজমাধ্যম অ্যাকাউন্টে বসিয়ে প্রতিবাদ করা হচ্ছে।"

তবে পুলিশকর্মীদের এমন সিদ্ধান্তে খুশি হয়েছেন দেবাশিসের মা গৌরী। তাঁর কোথায়, "ছেলে ডিউটি করছিল। প্রতিবাদের নাম করে ছাত্র সমাজের পুলিশকে আক্রমণ করাটা ঠিক হয়নি। আজ সব পুলিশকর্মী ছেলের পাশে দাঁড়িয়েছেন। তাই তাঁরা প্রতিবাদ করছেন। কিন্তু সমাজমাধ্যমের অ্যাকাউন্টে

একদিকে এরম রাক্তাক্ত ছবি দেওয়া নিয়ে হাওড়া জেলা প্রাক্তন শিশু সুরক্ষা কমিটির চেয়ারম্যান গৌতম রায় বলেন, "কখনই রক্তাক্ত ছবি এ ভাবে সমাজমাধ্যমে নিয়ে আসা যায় না। কী কী ভাবে পুলিশের একটা অংশ এটা করল?" তবে ওই ছবি নিয়ে হওড়ার এক পুলিশকর্মী জানান, "আমিও দেবাশিসের উপরে হামলার প্রতিবাদ জানাচ্ছি। তবে, রক্তাক্ত ছবি দিয়ে প্রতিবাদ করাটা মনে হয় ঠিক হচ্ছে না। বাড়ির ছোট ছেলেরা দেখলে ভয় পেতে পারে।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন