নিউজ ডেস্ক - বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার সালকিয়ার তাঁতিপাড়া এলাকায় বৃষ্টিতে রাস্তায় জমা জলে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পূরবী দাস নামের ২২ বছর বয়সী এক কলেজ পড়ুয়ার।ইতিমধ্যে মালিপাঁচঘড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার রাত ন’টার সময়ে সালকিয়ার বাঁধাঘাট মোড়ের কাছে তাঁতিপাড়ার বাসিন্দা পূরবী তার বোনের সঙ্গে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন। আর বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর বাবার দোকান। সেই দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয়ে জলমগ্ন রাস্তায় ছিটকে পড়েন পূরবী। তাঁর বাবা সেই সময় নিজের দোকানে ছিলেন। তিনি দৌড়ে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়েন।এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের দুইজনকে উদ্ধার করে গোলাবাড়ি থানা এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়েগেলে সেখানে পূরবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।ঘটনার খবর সিইএসসিকে জানানো হলে তাদের কর্মীরা এসে এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পূরবীর বাবার দোকানের সামনেই বৈদ্যুতিক তার ছিঁড়ে ঝুলছিল ফলে সেখান থেকেই বিদ্যুৎপৃষ্টের ঘটনাটি ঘটেছে। মালিপাঁচঘরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।