HOWRAH - উলুবেড়িয়া থেকে রাতারাতি চুরি গেল প্রায় ৫০০-৬০০ টি জলের মিটার

নিউজ ডেস্ক - হাওড়া জেলার সরকারি জল প্রকল্প এলাকা উলুবেড়িয়া থেকে রাতারাতি প্রায় ৫০০ - ৬০০টি জলের মিটার চুরি হল। ঘটনাটির তদন্ত করছে পুলিশ। এক রাতের জল প্রকল্পের ভেতর থাকা কয়েক লক্ষ টাকার জলের কর্মাশিয়াল মিটার চুরি করে পালানোর অভিযোগ। উলুবেড়িয়া পুরসভা তরফ থেকে দাবি করা হয়েছে, চুরি যাওয়া জলের মিটারের বাজার মূল্যে প্রায় ১২ লক্ষ টাকা। ঘটনায় উলুবেড়িয়া পুরসভা উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায় করেছে। সূত্রের খবর, পুরসভার ৩২টি ওয়ার্ডের বাড়ি গুলিতে পরিশ্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে উলুবেড়িয়া পুরসভার ২৪ নং ওয়ার্ডের জগদীশপুরে পুরসভার একটি জল প্রকল্প রয়েছে । যা হুগলি নদী থেকে জল তুলে জল প্রকল্পে পরিশোধন করে পাইপ লাইনের মাধ্যমে বাড়িগুলিতে সরবরাহ করা হয়। পুরসভার অভিযোগ, বৃহস্পতিবার রাতে এই জল প্রকল্পের ভিতর থেকে জলের লাইনের কর্মাশিয়াল মিটার চুরি করে পালায় দুস্কৃতীরা।

শুক্রবার সকালে চুরির বিষয়টি জল প্রকল্পের কর্মীদের নজরে আসতে তাঁরা পুরসভায় বিষয়টি জানায়। পুরসভার পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, "প্রাথমিকভাবে আমাদের অনুমান ৫০০/৬০০ জলের মিটার চুরি হযেছে। যদিও আমরা স্টকের হিসেব মেলাচ্ছি। ইতিমধ্যে আমরা এই ব্যাপারে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে।" পুলিশের প্রাথমিক ভাবে অনুমান করছেন, কয়েকজন মিলে এই চুরির ঘটনা ঘটিয়েছে। দুষ্কৃতীদের দ্রুত ধরার ব্যাপারে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন