তবে বিস্ফোরণের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ব্যক্তি ওই বাইকে বিস্ফোরক বহন করছিলেন কি না তা দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু নন্দীগ্রামের বিধায়কের দাবি যে, এই ঘটনার সঙ্গে আসলে অবৈধ খননকার্যের যোগ আছে।কিন্তু পুলিশ ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছে।এক্স হ্যান্ডেলে ঘটনাস্থলের শুভেন্দু একটি ছবি পোস্ট করেছেন। তাঁর অভিযোগ, এলাকায় বেআইনি ভাবে খননকাজের জন্য ওই ব্যক্তি বাইকে করে ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন, আর তাঁর জেরেই ওই বিস্ফোরণ ঘটে। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর অভিযোগ করেন যে, পুলিশ ঘটনা ধামাচাপা দিতে গোপনে দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে শাসক দলের উপস্থিতির অভিযোগও তুলেছেন শুভেন্দু অধিকারী। একই অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক চন্দনা বাউরীও। তবে এলাকার তৃণমূল নেতৃত্ব এখনও অবধি এই বিষয় নিয়ে কিছু বলেনি।
নিউজ ডেস্ক - শুক্রবার বাঁকুড়ার শালতোড়ায় বাইকে বিস্ফোরকের ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক বাইক আরোহীর। জয়দেব মণ্ডল নামে ওই ব্যাক্তি বাইকে করে শালতোড়া থানার লাপাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Tags:
WEST BENGAL